সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত একটি উপজেলা।
বাংলাদেশ এর দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি অপরূপ সুন্দর জেলা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সাতক্ষীরার তুলনা নেই। সাতক্ষীরা বাংলাদেশ এর অন্যতম বৃহত্তম জেলা। জেলার উত্তর গোলার্ধে নিরক্ষরেখা এবং কর্কট ক্রান্তির মধ্যবর্তী ২১°৪৮´ থেকে ২২°৫৮´ উত্তর অক্ষাংশে এবং ৮৮°৫৫´ থেকে ৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমাংশে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক গড়ে ১৬´ উচ্চে অবস্থিত।
সাতক্ষীরা সদর উপজেলায় ১৪ টি ইউনিয়ন রয়েছে। এগুলি হল -
ক্রমিক নং | Name | প্রতিষ্ঠাকাল | মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের হার | প্রধান শিক্ষক/ অধ্যক্ষ | অবস্থান |
---|---|---|---|---|---|---|
1 | যোগরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৯৫২ | ১২২ জন | ৯০% | মোঃ আসাদুজ্জামান | ঝাউডাঙ্গা ইউনিয়ন |
2 | পাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৯৩৫ | ২৮৭ | ৯৫% | অসীম কুমার মন্ডল | ঝাউডাঙ্গা ইউনিয়ন |
3 | হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৯৩২ | ২৪৬ জন | ৯৮% | মোঃ গোলাম রহমান | ঝাউডাঙ্গা ইউনিয়ন |
4 | ঝাউডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় | ১৯৭৯ খ্রিঃ | ৪১২ জন | ১০০% | বীথি সান্যাল | ঝাউডাঙ্গা ইউনিয়ন |
5 | ৪৭ নং উত্তর দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৫৬ ইং | ১৫৭ জন | ১০০% | মোঃ নজরুল ইসলাম | ঝাউডাঙ্গা ইউনিয়ন |
6 | তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় | ১৯৬৯ খিঃ | ২৩৪ জন | ১০০% | মোছাঃ মৌলুদা খাতুন | ঝাউডাঙ্গা ইউনিয়ন |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS